চুনা পাথর ডাম্পিং এবং ক্রাশিংয়ের স্থায়ী ব্যবস্থার দাবীতে কোম্পানীগঞ্জে প্রতিবাদ সভা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


মার্চ ২০, ২০২৫
১১:৫৯ অপরাহ্ন


আপডেট : মার্চ ২১, ২০২৫
০৫:৫৮ অপরাহ্ন



চুনা পাথর ডাম্পিং এবং ক্রাশিংয়ের স্থায়ী ব্যবস্থার দাবীতে কোম্পানীগঞ্জে প্রতিবাদ সভা


নোটিশ ছাড়া অনিয়মিতভাবে উচ্ছেদ অভিযানের নামে ক্রাশার মিল ও অফিস ভাঙচুর করে কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্তের প্রতিবাদে ও দ্রুত সময়ের মধ্যে আমদানি করা চুনা পাথর ডাম্পিং এবং ক্রাশিং এর স্থায়ী ব্যবস্থা করার দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন কোম্পানীগঞ্জের শ্রমিক ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বেলা তিনটায় ভোলাগঞ্জ শুল্ক স্টেশনের সামনে প্রতিবাদ সভা ও সড়ক অবরোধ করে শ্রমিক ও  ব্যবসায়ীরা।

এসময় বক্তারা বলেন, সিলেটের ভোলাগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে আমদানি করা চুনাপাথর ব্যবসায়ীদেরকে স্থানীয় প্রশাসন সহযোগিতা না করে কোন ধরণের নোটিশ ছাড়া অন্যায় ও অনিয়মভাবে উচ্ছেদ অভিযানের নামে ব্যবসায়ীদের ক্রাশার মিল ও অফিস ভাংচুর করায় কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। এর প্রতিবাদে ও দ্রুত সময়ের মধ্যে আমদানি করা চুনাপাথর ডাম্পিং এবং ক্রাশিং এর স্থায়ী ব্যবস্থা করার দাবী জানান শ্রমিক ও ব্যবসায়ীরা। এসময় চুনাপাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা কিছু সময় সিলেট-ভোলাগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।

ব্যবসায়ীদের দাবী কোম্পানীগঞ্জের শাহ আরফিন টিলা ও রেলওয়ের বাংকার এলাকায় দিনরাত কোটি কোটি টাকার বালু-পাথর লুটপাট করছে দুর্বৃত্তরা। স্থানীয় প্রশাসন অবৈধভাবে উত্তোলিত পাথর লুটপাট বন্ধ না করে আমদানি করা চুনাপাথর ব্যবসা বন্ধের পায়তারা করছে। তারা অভিযোগ করে বলেন, পাথর আমদানিকারকদের কাছ থেকে পাথর ডাম্পিং এর জন্য সরকার ২% রাজস্ব নিলেও ডাম্পিং এর ব্যবস্থা করে দিচ্ছে না। দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা স্টোন ক্রাশার জোনে দাবী করে আসলেও তা বাস্তবায়ন না করে কোন ধরনের নোটিশ ছাড়া ব্যবসায় প্রতিষ্ঠানে ভাংচুর করে যে ক্ষতি করেছে তার ক্ষতিপূরন দিতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করে দিতে হবে অন্যথায় ঈদের পর অনির্দিষ্টকালের জন্য সিলেট-ভোলাগঞ্জ সড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচি পালন করা হবে।


এএফ/০৫