কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মার্চ ২২, ২০২৫
১২:১৭ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২২, ২০২৫
১২:১৭ পূর্বাহ্ন
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামাল হোসেন বলেছেন, ‘বিএনপির নাম বিক্রয় করে চাঁদাবাজি-দখলদারি করলে কাউকে ছাড় দিবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নির্দেশনা উপেক্ষা করে কেউ চাঁদাবাজি, দখলবাজি এবং অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সে দলের যত বড় প্রভাবশালী নেতাই হউক না কেন।’ চাঁদাবাজ, দখলদার এবং দলের মধ্যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে আহ্বান করেছেন তিনি।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে কোম্পানীগঞ্জের টুকেরবাজার পয়েন্টে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া এবং দেশের মঙ্গল কামনায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুলের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক বজলু মিয়ার পরিচালনায় শ্রমজীবী ও অসহায়দের মাঝে ইফতার বিতরণী দোয়া ও মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মাস্টার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু তাহের মেম্বার, সিলেট জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা আলমগীর আলম চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আমিরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন ও সুজন মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি বশির আহমদ, সাধারণ সম্পাদক নুরুল আমিন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আইন উল্লাহ, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাজ উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার বাদশা, কৃষকদল নেতা মো: মাসুক আহমদ, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক মো: আব্দুল কাদের প্রমূখ।
কেএ-০১/এএফ-০১