সিলেট মিরর ডেস্ক
মার্চ ২২, ২০২৫
১২:৪৩ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২২, ২০২৫
০১:০৯ পূর্বাহ্ন
আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তারা কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক বলেছেন, ‘যে আওয়ামী লীগের হাতে আমার হাজারো ভাইয়ের রক্ত লেগে আছে সে আওয়ামী লীগের নৌকা মার্কা মানুষ দেখতে চায় না।
শুক্রবার (২২ মার্চ) রাতে সিলেট নগরের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এ কথা বলেন।
‘গণহত্যায় সরাসরি জড়িত আওয়ামী লীগকে নতুন মোড়কে ফিরিয়ে আনার অপচেষ্টার প্রতিবাদে ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে’ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক ছাড়াও বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক অনিক দে, কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) সিলেট জেলা আহবায়ক আকতার হোসেন, সিলেট মহানগরের আহবায়ক দিলোয়ার হোসাইন, সিলেট জেলার সদস্য সচিব নুরুল ইসলাম, সিলেট মহানগরের সদস্য সচিব তামিম আহমেদ, বৈছাআ শাবিপ্রবি ও সিলেটের সাবেক সমন্বয়ক আবু ছালেহ মোহাম্মদ নাছিম, বৈছাআ পলিটেকনিকের সদস্য সচিব জুবায়ের আহমেদ, বৈছাআ, শাবিপ্রবি সদস্য সচিব হাফিজুল ইসলাম,বৈছাআ সিলেট জেলার সাবেক সমন্বয়ক আবু সাঈদ প্রমুখ।
সমাবেশে এহতেশাম হক বলেন, ‘আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবে না।’ এসময় উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘যে আওয়ামী লীগের হাতে আমার হাজার ভাইয়ের রক্ত লেগে আছে সে আওয়ামী লীগের নৌকা মার্কা আপনারা দেখতে চান? সেই আওয়ামী লীগের নাম কি রাজনীতিতে দেখতে চান?’
এর আগে রাত ১০টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।