আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: নাসির উদ্দীন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২৩, ২০২৫
০৫:০০ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৩, ২০২৫
০৫:০০ পূর্বাহ্ন



আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: নাসির উদ্দীন পাটোয়ারী


আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে নিছক নিষিদ্ধের প্রক্রিয়ায় যেতে চাই না। বাংলার মাটিতে বিচারপ্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার হবে।’ 

শনিবার (২২ মার্চ) বিকেলে সিলেট নগরের আমানউল্লাহ কনভেনশন সেন্টারে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসির উদ্দীন পাটওয়ারী বলেন, ‘এখন দুটো বিষয় গুরুত্বপূর্ণ। একটা হলো সংস্কার প্রক্রিয়া, আরেকটি হলো আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করা। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করণের ক্ষেত্রে নিছক কোনো নিষিদ্ধ করার প্রক্রিয়ায় যেতে চাই না। বাংলার মাটিতে অবশ্যই যারা আমাদের দুই হাজার ভাই ও বোনকে শহীদ করেছে, ৫০ হাজার অধিক মানুষকে আহত করেছে, আমরা বাংলার মাটিতে তাদের বিচারপ্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার চাই।’

আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণ করানোর সব ধরনের অপচেষ্টা রুখে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘যদি আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণ করানোর জন্য ক্যান্টনমেন্ট থেকে হোক অথবা কোনো রাজনৈতিক দল হোক, যেখান থেকেই অপচেষ্টা চালানো হবে ছাত্র-জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলে সেই অপচেষ্টাকে রুখে দেবে ইনশাল্লাহ।’

এক প্রশ্নের জবাবে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ‘ক্যান্টনমেন্টসহ বিভিন্ন মহলের চাপ প্রয়োগের বিষয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আশা ঠিক হয়নি।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সিলেট মহানগরের আমির মুহাম্মদ ফখরল ইসলাম, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি। এনসিপির পক্ষে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, অর্পিতা শ্যামা দেব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

শেষ পর্যায়ে হট্টগোল: অনুষ্ঠানের শেষ পর্যায়ে এবং ইফতার শুরুর কিছুক্ষণ আগে হট্টগোল শুরু হয়। বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে এই হট্টগোল বাধে। পরে ইফতার পরেও এর রেশ থাকে। হট্টগোলের সময় একজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।


এএফ/০১