এনসিপির ইফতারে হট্টগোল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আক্তার কারাগারে

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২৩, ২০২৫
০১:৩৮ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৩, ২০২৫
০২:০০ অপরাহ্ন



এনসিপির ইফতারে হট্টগোল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আক্তার কারাগারে




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ রবিবার (২৩ মার্চ) ভোরে সিলেটের জালালাবাদ থানার আউশা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ১২টায় আদালতে হাজির করা হলে আদালত আক্তারকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোলের ঘটনার সূত্রে করা এটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।  

গতকাল শনিবার নগরের আমানউল্লাহ কনভেনশন সেন্টারে এনসিপির ইফতার মাহফিলে হট্টগোল থেকে মারামারির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার যুগ্ম সদস্য সচিব মাহবুবুর রহমান শান্তর করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।


পূর্বের সংবাদ-

বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে এনসিপির ইফতার মাহফিলে হট্টগোল


মামলায় ৫ জনের নাম উল্লেক করে আরো ১০ থেকে ১৫ জনকেঅজ্ঞাত আসামি করে মামলা করা হয়। মামলার ৩ নম্বর আসামি আক্তার। 

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। 

তিনি বলেন, ‘এনসিপির ইফতার মাহফিলে মারামারির ঘটনায় তাদেরই সহকর্মী মাহবুবুর রহমান শান্তের করা মামলায় আজ (রবিবার) ভোরে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতে হাজির করা হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।  

গত বছরের ডিসেম্বরে ২৭৩ সদস্যের সিলেট জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে আহ্বায়ক করা হয় আক্তার হোসেনকে। তিনি সিলেটের মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী।

এর আগে গতকাল শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলার উদ্যোগে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্য, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক ও রাজনৈতিকদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। 

ইফতারের ছয়-সাত মিনিট আগে যখন হট্টগোল শুরু হয় তখন মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন এনসিপির জ্যেষ্ট যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। বক্তব্যের মাঝামাঝি সময়ে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটে। নাম প্রকাশ না করে সংশ্লিষ্ট একজন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ মঞ্চে বক্তব্য দিতে চাইলে এই হট্টগোলের ঘটনা ঘটে।

ইফতার মাহফিলে এনসিপির কেন্দ্রীয় একাধিক নেতা উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এছাড়া বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন দলের এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক, অনিক রায়, অর্পিতা শ্যামা দেব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ প্রমুখ।

ইফতার মাহফিলে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।




এএফ/০৩