জাতীয় নির্বাচন বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে শেখ হাসিনার দোসররা: তাহসিনা রুশদীর

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৪, ২০২৫
১২:৫৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৪, ২০২৫
১২:৫৫ পূর্বাহ্ন



জাতীয় নির্বাচন বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে শেখ হাসিনার দোসররা: তাহসিনা রুশদীর


বিশ্বনাথ-ওসমানীনগরের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিনী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের চাপে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ত্যাগ করে পালিয়ে যায়। কিন্তু শেখ হাসিনার দোসররা এখনো দেশে লুকিয়ে থেকে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়াচ্ছে এবং জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে।’

রবিবার (২৩ মার্চ) বিশ্বনাথ পৌরসভা বিএনপি’র আয়োজনে রামসুন্দ অগ্রমামী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার যখন আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে, তখন থেকেই শেখ হাসিনার দোসরা নির্বাচনকে বিলম্বিত করতে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা চায়, দেশ আবারও অন্ধকারের দিকে ফিরে যাক। কিন্তু জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন থেকে বিএনপি কখোনো পিছু হটবে না।’

বিএনপি সবসময় জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির মূল লক্ষ্য হলো জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করা। যতো বাধাই আসুক, আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অটল থাকবো এবং সকল ষড়যন্ত্রের মোকাবিলা করবো।’ তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের উচিত ঐক্যবদ্ধ থেকে দেশের মানুষের স্বার্থে কাজ করা। কোনো অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। তার সুস্থতার জন্য সবাই দোয়া করবেন। তিনি গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন, তার অবদান দেশবাসী কখনো ভুলবে না।’

পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই’য়ের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার এর যৌথ সঞ্চালনায় ইফতার পূর্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সভাপতি গৌছ আলী, যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক নানু মিয়া, আয়না মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ শাহ জাহান, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল বাসিত বকুল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রবাসী বিএনপি নেতা হারুন আহমদ, পৌর কৃষক দলের আহবায়ক নুর আলী।  

বক্তব্য দেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম তানিম, পৌর যুবদলের আহ্বায়ক শাহ আামির উদ্দিন, ভারপ্রাপ্ত আহবায়ক শামসুল ইসলাম, পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহজাহান আলী, সদস্য সাহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল, উপজেলা ছাত্র দলের আহবায়ক হোসেন আহমদ পবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ,  উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ইতালী প্রবাসী শাহ জাহান, পৌর ছাত্রদল আহবায়ক ফখরুল রেজা, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ, দশঘর যুবদলের সভাপতি ফয়জুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিছবা, বিশ্বনাথ সরকারী কলেজ ছাত্রদল নেতা কামরান আহমদ।

পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হক, পৌর বিএনপির সহ-সভাপতি ফারুক মিয়া , উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাক্তার মাহবুব আলী জহির, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুনায়েম খান, পৌর বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন, বিলাল মিয়া, আব্দুন নুর, ফয়জুর রহমান , উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কদর আলী, পৌর যুগ্ম সম্পাদক আহাদ মিয়া, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, সহ আইন বিষয়ক সম্পাদক ঝলক আচার্য্য, যুব বিষয়ক সম্পাদক নুরুল মিয়া, যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল করিম, পৌর বিএনিপি নেতা, রমজান আলী, আজাদ খাঁন, আজিজুর রহমান কলা, হাজী আপ্তাব আলী, আব্দুল ওয়াহিদ, ইমাম উদ্দিন, আব্দুল আহাদ, আব্দুর রাজ্জাক, সেপু চৌধুরী, আমীর আলী, দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি সভাপতি মাওলানা আবুল বশর, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল খান, বিএনপি নেতা এটিএম নুর  উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বশির আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, নাজিম উদ্দিন, তানভীর হোসেন, আব্দুল হান্নান বাবুল, যুবদল নেতা রুমেল আলী, মামুন আহমদ কপি, সুলতান খাঁন, সৌরভ আহমদ লাকী, বাবুল মিয়া, পৌর যুবদল যুগ্ম আহবায়ক বাবুল মিয়া, শাহ লিলু, ওয়াসীম উদ্দিন, কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন আহমদ কিনু, সাঈদ আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলেল যুগ্ম আহবায়ক এনামুল হক, তছলিম উদ্দিন, আরশ আলী, বিলাল আহমদ, আব্দুল গণি, সেবুল আহমদ, আব্দুল আজীজ, উপজেলা কৃষক দলের আহবায়ক হিরন মিয়া, সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা কৃষকদল নেতা মিনহাজ, শাহিন মিয়া, আইন উদ্দিন, খোয়াজ আলী, আবুল হোসেন, পৌর কৃষক দলের সদস্য সচিব আব্দুল আজিজ, ইছাক মিয়া, বিশ্বনাথ উপজেলা ছাত্রদল নেতা সানুর আলী, রেদুয়ান আহমদ ডালিম, নুরউদ্দিন সামী, হাবিবুর রহমান আরফীন, শাহ টিপু, আব্দুল কাইয়ুম, পৌর-ছাত্রদল যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ বকুল, সদস্য মোবারক হোসেন রাজু, আল-আমীন, মঈনুল হক, জাকির হোসেন, আরিফ আলী, ইমন আহমদ, ফয়সল আহমদ, মেহেদী হাসান, ফোয়াদ হোসেন, সোহেল রানা সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতার পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, এম ইলিয়াস আলীর সুস্থতা এবং সন্ধান কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জামাল মিয়া।


এএফ/০২