সিলেট মিরর ডেস্ক
মার্চ ২৪, ২০২৫
০১:১৮ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৪, ২০২৫
০১:১৮ পূর্বাহ্ন
দেশের মানুষ বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের অপেক্ষায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘আমাদের ভিন্নমত থাকতে পারে, জনগণের যেকোনো প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধ। যেকোন মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে, যাতে করে পতিত স্বৈরাচার শক্তি আমাদের কাঁধে চেপে বসতে না পারে।’
রবিবার (২৩ মার্চ) সিলেট নগরের মদিনা মার্কেট এলাকায় সিলেট ইয়াং স্টারের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধা বঞ্চিত অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে ফুড প্যাক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘স্বৈরাচারের নির্যাতন-নীপিড়ন উপেক্ষা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দিয়েছিলেন দেশের জনগণের জন্য। বিএনপির মূল লক্ষ্য দেশ ও দেশের জনগণের জন্য কাজ করা।’
তিনি বলেন, ‘দীর্ঘ প্রায় ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী রক্তঝরা আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ ফ্যাসিবাদমুক্ত হয়। অভ্যুত্থানের আকাঙ্খা অনুযায়ী, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক এবং বৈষম্যহীন একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা পূরণের জন্য দেশের জনগণ অপেক্ষায়।’
সিলেট ইয়াং স্টারের সভাপতি রাসেল আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলী আহসান হাবীবের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট ইয়াং স্টারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমদাদুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ সভাপতি আমির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক উসমান হারুন পনির, যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমেদ, ইয়াং স্টারের সাবেক সাধারন সম্পাদক মজনু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী হারিছ উদ্দিন, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব মানিক মিয়া, ইয়াং স্টারের সিনিয়র সহ সভাপতি জুনায়েদ আহমেদ, সহ সভাপতি ইমাম হাসান, সহ সভাপতি নুরেছ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমদ, ছাতক ইয়াং স্টারের সাধারন সম্পাদক আতিকুর রহমান, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রনি পাল, শাহ খুররুম কলেজের ছাত্রদলের আহবায়ক সুয়েব খান, সংগঠনের কোষাধ্যক্ষ হাফিজ শহিদুল ইসলাম নোমান, ছাতক ইয়াং স্টারের সভাপতি মাষ্টার পংকজ দত্ত, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, ইয়া স্টারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান, আতাউর রহমান, আরাফাত রহমান, সৌরভ আহমদ, আজাদ আহমদ, জীবন, মাহিদুল ইসলাম, মনির আহমদ, হাসান আহমদ, বিজয়, তারেক আহমদ, বাহার উদ্দিন, আনোয়ার হোসেন, মানিক মিয়া, জুনেদ খান, বিজয় সরকার প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট ইয়াং স্টারের সিনিয়র সহ-সভাপতি জোনায়েদ আহমদ ইমন।
এএফ/০৬