নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৪, ২০২৫
০৯:৪৩ অপরাহ্ন
আপডেট : মার্চ ২৪, ২০২৫
০৯:৪৩ অপরাহ্ন
বিগত ১৪ সপ্তাহ ধরে বেতন ও রেশন বকেয়া পড়ে আছে বুরজান-ছড়াগাঙ-কালাগুল বাগান ও বুরজান চা কারখানার শ্রমিকদের। বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।
আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে সিলেটের লাক্কাতুরা এলাকা থেকে মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যায়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।
দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভকালে তারা-‘দুনিয়ার মজদুর এক হও লড়াই কর,’ ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই কওে বাঁচতে চাই,’ ‘আমাদের বেতন দিতে হবে, দিয়ে দাও’।
‘বকেয়া বোনাস পরিশোধ করতে হবে,’ ‘বকেয়া বেতন পরিশোধ করতে হবে।’ আমাদের বেতন দিয়ে দাও, দিতে হবে’সহ নানা স্লোগান দেন।
বিক্ষুব্ধ চা শ্রমিকেরা জানিয়েছেন, ১৪ সপ্তাহ ধরে বকেয়া বেতন ও রেশন না পাওয়াতে অনাহারে-অর্ধাহারে দিন পার করছেন তারা। বুরজান চা-কম্পানির অধীনে থাকা ২ হাজার ৫০০ শ্রমিকের বেতন-রেশন ও বোনাস বকেয়া পড়ে আছে।
তাদের ছেলে-মেয়েদের মুখে তিন বেলা খাবার তুলে দিতে পারছেন না। টাকা না থাকার করণে স্কুলেও পাঠাতে পারেননি। বাধ্য হয়ে আজ তারা বের হয়েছেন বেতনের দাবিতে। মলিকপক্ষ বেতন দিচ্ছে-দিচ্ছে বলেই যাচ্ছে। কবে তাদের বেতন দিবে তার ঠিক নেই।
পরে দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান শ্রমিকদের বিক্ষোভ কর্মসূতিতে উপস্থিত হন। তিনি আশ্বাস দেওয়ায় বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেন চা শ্রমিকেরা।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সিলেট ভ্যালির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজু গোয়ালা বলেন, ‘বেতন বন্ধ থাকায় চা শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছেন।’
জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে তিনি বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার বুরজান কম্পানির শ্রমিকদের খাদ্য সহায়তা দেওয়া হবে।
আর ঈদের পর শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা আশ্বাস দেওয়া হয়েছে মিটিংয়ে। জেলা প্রশাসক বাগান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।’
বুরজান চা বাগান কোম্পানির ব্যবস্থাপক মো. কামরুজ্জামান বলেন, ‘যেসব চা বাগানে সমস্যা রয়েছে, সে বাগানের লোকদের নিয়ে গতকাল রবিবার চা বোর্ড কর্তৃপক্ষ মিটিং করেছেন। চা বোর্ড কর্তৃপক্ষ আমাদের লোন দেওয়ার জন্য কৃষি ব্যাংককে সুপারিশ করবেন। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।’
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান জানান, আগামী বৃহস্পতিবার চা শ্রমিকদের খাদ্য সহায়তা দেওয়া হবে।
শ্রমিকের বকেয়া বেতনের বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ‘ঈদের পর শ্রমিকদের বকেয়া বেতন ও রেশনের সমস্যা সমাধান হবে বলে আশা করছি।’
এএফ/১০