খালেদা জিয়া'র আরোগ্য কামনায় কোম্পানীগঞ্জে ছাত্রদলের ইফতার বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


মার্চ ২৬, ২০২৫
০৫:৩২ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৬, ২০২৫
০৫:৪৩ পূর্বাহ্ন



খালেদা জিয়া'র আরোগ্য কামনায় কোম্পানীগঞ্জে ছাত্রদলের ইফতার বিতরণ


সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া'র আরোগ্য কামনায় পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল ও এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদল। সোমবার বিকেলে কোম্পানীগঞ্জের দয়ারবাজার এলাকায় কয়েক শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। 

ইফতার বিতরণীর আগে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মঞ্জুর আহমদ মিজানের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বেগম খালেদা জিয়া'র সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত হয়। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, যুগ্ম সম্পাদক মনির হোসেন, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক বাহার আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রজন মিয়া, সদস্য জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আহমেদ মিজান, যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান শুভ, সদস্য হাবিবুর রহমান হাবিব, আশরাফ, এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল-আমিন সারোয়ার, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল হক রাজু, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন রশিদ, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: সজিব, উপজেলা ছাত্রদল নেতা জিহাদ মিয়া, সামসুজ্জামান, মুফাজ্জল রিদয় মিয়া, শাহিদ, নাজিম, আকরাম, জুবায়ের, হাসনাত প্রমূখ।


এএফ/০১