সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক


মার্চ ২৭, ২০২৫
১১:০৮ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৭, ২০২৫
১১:০৮ অপরাহ্ন



সিলেটে দেড় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ


সিলেটের সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারত থেকে চোরা পথে আনা পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সিলেট জেলার বিভিন্ন সীমান্তে এ অভিযান চালায় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় সোনালীচেলা, নোয়াকোট, বিছনাকান্দি, বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, প্রতাপপুর এবং ব্যাটালিয়ন সদরে ভারতীয় নিমেসুলাইড ট্যাবলেট, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, স্কিন সানরাইজ ক্রিম, প্রিমিয়াম মিল্ক লাচ্ছা সেমাই, কর্ণফ্লেক্স মিক্স, ট্যাং, ফ্যাশন হার্বস গোল্ড ক্রিম, পায়ের নূপুর, জিরা, মাল্টা, সুপারি, আঙ্গুর, গরু, চিনি, ছাগল এবং মদ জব্দ করা হয়।

আটককৃত মালামালের বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ২১ হাজার ৫১০ টাকা।


 

এএফ/০৬