নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৯, ২০২৫
০৪:৩৬ অপরাহ্ন
আপডেট : মার্চ ৩০, ২০২৫
০৫:১০ পূর্বাহ্ন
সিলেট নগরের বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (২৯ মার্চ) কুদরত উল্লাহ জামে মসজিদের পক্ষ থেকে এসব তথ্য জানিয়েছেন।
জানা গেছে, প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।
কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সের সেক্রেটারি মুকতাবিস উন নূর এসব তথ্য নিশ্চিত করে ঈদের পৃথক ৩টি জামাতকে সফল করতে ধর্মপ্রাণ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ।
এএফ/০৩