সিলেটবাসীকে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ঈদের শুভেচ্ছা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২৯, ২০২৫
০৪:৫২ অপরাহ্ন


আপডেট : মার্চ ২৯, ২০২৫
০৪:৫২ অপরাহ্ন



সিলেটবাসীকে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ঈদের শুভেচ্ছা


সিলেটবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,  ‘এক মাসের পবিত্র রমজানের সংযম ও আরাধনার পর এসেছে ঈদ—খুশি, ত্যাগ ও নতুন প্রত্যাশার এক অপূর্ব মিলনক্ষেত্র।’

তিনি আরও বলেন, ‘এবারের ঈদ এক ভিন্ন আবহে, এক নতুন বাস্তবতায়। আমাদের জাতির বুক থেকে সরেছে স্বৈরাচারের এক দুঃসহ ভার, উঁকি দিচ্ছে নতুন ভোরের আলো। এই ঈদে আমরা যেমন স্মরণ করছি হারানো প্রিয়জনদের, তেমনি বুকে বাঁধছি এক সোনালি সম্ভাবনার স্বপ্ন।’

মান্যবর রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করে বলেন, অশেষ ত্যাগের পর যে সম্ভাবনা আমাদের সামনে উন্মোচিত হয়েছে, সেটিই হোক আমাদের নতুন পথচলার শক্তি। আগত দিনগুলো হোক ঈদের আনন্দে, স্বাধীনতার পরিপূর্ণতার উজ্জ্বল।  

তিনি সিলেটের চিরায়ত শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান এবং সবাইকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।  


এএফ/০৪