সিলেটবাসীকে বিএনপি নেতা ফয়সল চৌধুরীর ঈদ শুভেচ্ছা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ৩০, ২০২৫
০৫:০৩ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ৩০, ২০২৫
০৩:৪৪ অপরাহ্ন



সিলেটবাসীকে বিএনপি নেতা ফয়সল চৌধুরীর ঈদ শুভেচ্ছা


গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সিলেট এবং সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

আজ রবিবার (৩০ মার্চ) প্রেরিত শুভেচ্ছা বার্তায় তিনি সমগ্র দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে খুশি ও আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। এটি হিংসা-বিদ্বেষ, অহংকার ও পাপাচার মুছে দিয়ে নতুনভাবে সুখী জীবনযাপনের অনুপ্রেরণা দেয়।’

পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন উৎসব একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে সবাইকে উদ্বুদ্ধ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

ফয়সল চৌধুরী বলেন, সমাজ ও জাতীয় জীবনে সকল ক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে হবে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ পুনর্গঠন এবং জাতীয়তাবাদী দল বিএনপিদর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানান তিনি। 

এছাড়াও, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন ফয়সল আহমদ চৌধুরী।



এএফ/০২