সিলেটের জাফলংয়ে ঈদের দিন বেড়াতে গিয়ে পর্যটকের মৃত‌্যু

গোয়াইনঘাট প্রতিনিধি


এপ্রিল ০১, ২০২৫
০২:৩৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২৫
০২:৩৫ পূর্বাহ্ন



সিলেটের জাফলংয়ে ঈদের দিন বেড়াতে গিয়ে পর্যটকের মৃত‌্যু


সিলেটের গোয়াইনঘাট উপ‌জেলার জাফলং পর্যটনকেন্দ্রে ঈদের দিন বেড়াতে গিয়ে পানিতে ডুবে মো. নয়ন হোসেন (১৩) নামের এক পর্যটকের প্রাণহানী হয়েছে। সোমবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৪টায় জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত নয়ন সিলেটের সুবিধবাজার আবাসিক এলাকার মো. ফুল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ঈদের দিন নয়ন মিয়াসহ তারা ১৩ জন বন্ধু একটি পিকাপে করে দুপুরের দিকে জাফলংয়ে বেড়াতে আসে। বিকেলের দিকে নয়নসহ কয়েকজন বন্ধু মিলে জিরো পয়েন্টে গোসল করতে নামে। 

গোসলের এক পর্যায়ে নয়ন স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সাথে থাকা লোকজন এবং স্থানীয়রা দেখতে পেয়ে স্থানীয় ডুবুরীরা ঘন্টাব্যাপি উদ্ধার তৎপরতা চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ। তি‌নি বলেন, জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যাওয়া এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



এএফ/০১