সিলেটে ৬০ ঘন্টা গ্যাস না থাকার বিষয়ে যা জানা গেল

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০১, ২০২৫
০২:৫৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২৫
০২:৫৪ পূর্বাহ্ন



সিলেটে ৬০ ঘন্টা গ্যাস না থাকার বিষয়ে যা জানা গেল


পুরো সিলেট বিভাগ নয়, শুধুমাত্র নবীগঞ্জে গ্যাসের উন্নয়নমূলক কাজের জন্য ওই এলাকায় গ্যাস সরবরাহ ৬০ ঘন্টা বন্ধ থাকবে। 

গত রবিবার এ  সংক্রান্ত একটি সংবাদ গণমাধ্যমে প্রচার হয়। দীর্ঘ সময় একটানা গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্তে গ্রাহকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে খবর নিয়ে জানা গেছে, শুধুমাত্র হবিগঞ্জের নবীগঞ্জে গ্যাসের উন্নয়নমূলক কাজের জন্য সেখানে ৬০ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর প্রকৌশলী ইসফাক আহমদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। 

তিনি জানান, প্রতিবছর ঈদের ছুটির সময়ে গ্যাস ফিল্ডের রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। তবে একটি নির্ধারিত এরিয়ায়। এবারও তাই হচ্ছে। এ বছর ঈদুল ফিতরের ছুটিতে নবীগঞ্জ এরিয়ায় কাজ হবে তাই ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড। মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌ. মো. আবু বকর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদ-উল ফিতরের ছুটিকালীন সময়ে শেভরণ বাংলাদেশ লিমিটেড পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ড এর রক্ষণাবেক্ষণের জন্য ১ এপ্রিল রাত ১২টা থেকে ৩ এপ্রিল দুপুর ১২ টা পর্যন্ত মোট ৬০ ঘন্টা বিবিয়ানা গ্যাস প্ল্যান্টের উৎপাদন বন্ধ থাকবে। সেই প্রেক্ষিতে আলোচ্য সময়কালে বিবিয়ানাস্থ সামিট বিবিয়ানা (৩৪১ মে.ও.) বিবিয়ানা-সাউথ (৪০০ মে.ও.) এবং বিবিয়ানা-৩ (৮০০ মে.ও.) বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূন্ন বন্ধ থাকবে।


এএফ/০২