কোম্পানীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০২, ২০২৫
০৬:০৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০২, ২০২৫
০৬:০৩ অপরাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন স্পটে ঘুরতে এসে হার্টঅ্যাটাকে তাচ্ছিল (১৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সে সিলেট জল্লারপাড় এলাকার প্রলয়ের মেয়ে।
আজ বুধবার (২ এপ্রিল) দুপুর ২টায় কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার প্রভাকর রায় তাকে মৃত ঘোষণা করেন।
সাদাপাথর পর্যটন স্পটে দায়িত্বরত আনসার সদস্য হেলাল ও ফটোগ্রাফার আলমগীর হোসেন নিহতের পরিবারের লোকজনের বরাত দিয়ে জানান, দুপুর ১২টার দিকে পরিবারের সাথে সাদাপাথর ঘুরতে আসে তাচ্ছিল। সেখানে পরিবারের অন্য সদস্যদের সাথে হাঁটুপানিতে গা ভেজাতে নামে। এসময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় সে। পরে পরিবারের লোকজন তাকে সেখান থেকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার প্রভাকর রায় জানান, পরিবারের লোকজন জানিয়েছেন তার আগে থেকে হার্টে সমস্যা ছিল। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকায় হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, তাচ্ছিলের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এএফ/০১