নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৩, ২০২৫
০৭:১১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৩, ২০২৫
০৭:১৯ অপরাহ্ন
সিলেট নগরে মিছিল বের করার দায়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার নগরে মিছিল বের করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশ অভিযানে নেমে এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন- নগরের লন্ডনী রোডের বাসিন্দা হাফিজ খাঁনের ছেলে শাফায়েত খান (৩৪), নগরের মদিনা মার্কেট এলাকার গার্ডেন গলি (বাসার নম্বর-২৫/০৫) বাসিন্দা ও সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়া গ্রামের রাহাত নুরের ছেলে জহিরুল ইসলাম (১৯), পাঠানটুলা এলাকার আমির খান গলির বাসিন্দা (বাসা নম্বর-৩৭/০৫ অগ্রণী) এবং সুনামগঞ্জের দিরাই থানার মাটিয়াপুর গ্রামের জালাল আহমদের ছেলে সোহেল আহমদ সানী (১৮), সিলেটের টুকেরবাজার নালিয়া এলাকার রমনী মোহন করের ছেলে রবিন কর (২৩), নাইওরপুল এলাকার বঙ্গবীর ব্লক-বি-৮২ এর বাসিন্দা ফারুক আহমদের ছেলে ফাহিম আহমদ (২৩), শামীমাবাদ এলাকার রহমান ভিলার বাসিন্দা নুর মিয়ার ছেলে রাজন আহমদ রমজান (২৩), পাঠানটুলা এলাকার আমির খান গলির বাসিন্দা (বাসা নম্বর-১৫৪) মৃত হাফিজ খানের ছেলে বশির খান লাল (৫০) এবং খাদিমপাড়া এলাকার মতিন মিয়ার ছেলে সোয়েব আহমেদ (২৫)।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘বৃহস্পতিবার পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্ররীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’
গত বুধবার সকালের দিকে নগরের ধোপাদীঘিরপাড় এলাকায় মিছিল ও লিফলেট বিতরণ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীরা। ১৫ থেকে ২০ জনের একটি দল সিলেট মহানগর ছাত্রলীগের ব্যানারে মিছিলটি বের করে। মিছিলের ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তার নামে স্লোগানও দিতে শোনা যায় মিছিলকারীদের।
মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়। ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়েছে। এ ঘটনায় আলোচনায় আসার পর থেকেই নগরের বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ।