সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৩, ২০২৫
১০:০২ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৩, ২০২৫
১০:১২ অপরাহ্ন
চিকিৎসা সেবায় সিলেটের সুনামধন্য প্রতিষ্ঠান কুইন্স হাসপাতালের নামের ভুয়া ফেসবুক পেইজ খুলে চাকুরির বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে ব্যাংক ড্রাফট, বিকাশ, নগদের মাধ্যমে টাকা প্রদান করতেও বলা হচ্ছে। প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক সতর্কীকরণ নোটিশে হাসপাতাল এই অনুরোধ জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কুইন্স হসপিটাল সুবিদবাজার সিলেটের নামে বিভিন্ন ভুয়া ফেসবুক ফেইজ খুলে চাকুরির বিজ্ঞপ্তি দিয়ে সেখানে ব্যাংক ড্রাফট, বিকাশ, নগদের মাধ্যমে টাকা প্রদান করতে বলা হচ্ছে।
কুইন্স হসপিটাল এ চাকুরি অথবা দরখাস্তের ক্ষেত্রে কোনো রকম ফি বা আর্থিক লেনদেন করা হয় না বিধায় এক্ষেত্রে সকলের প্রয়োজনীতার ক্ষেত্রে জানানো যাচ্ছে যে, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিডি জবস, এবং হসপিটালের নির্দিষ্ট ফেসবুক পেইজ www.facebook.com/queenshospital.syl প্রকাশিত চাকুরি বিজ্ঞপ্তির ক্ষেত্রে ইমেইল [email protected] এ এবং সরাসরি হসপিটালের সিভি বক্স এ সিভি জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে।’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো প্রকার আর্থিক লেনদেন করলে কুইন্স হসপিটাল কর্তৃপক্ষ দায়ি থাকবে না।
এএফ/০৮