সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৫, ২০২৫
০৪:২৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২৫
০৪:২৯ পূর্বাহ্ন
আগামী ২১ জুন ইন্টারন্যাশনাল ইয়োগা ডে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক ইয়োগা সেশনের আয়োজন করেছিলো ইয়োগা, ইমেজ ডেভলাপমেন্ট, মেন্টেল ও ফিজিক্যাল হেলথ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ট্রিপল-এ। গতকাল ৪ জুন শুক্রবার বিকেলে শহরের মির্জাজাঙ্গালে অবস্থিত ট্রিপল-এ কার্য্যালয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেটের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী হাইকমিশনার মি. চন্দ্রশেখর, বিশেষ অতিথি ছিলেন হাইকমিশনের দ্বিতীয় সচিব মি. মানস কুমার মুস্তাফী।
আবৃত্তি ও চারুশিল্পী ঋতশ্রী দে’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন ট্রিপল-এ এর প্রতিষ্ঠাতা ও ইয়োগা প্রশিক্ষক পদ্মশ্রী দে। স্বাগত বক্তব্যে পদ্মশ্রী দে বলেন, বর্তমান সময়ে ইয়োগা, প্রাণায়াম, মেডিটেশন সহ মেন্টেল ও ফিজিক্যাল হেলথের বিষয়ে দেশের মানুষকে সচেতন করে তোলা অত্যন্ত জরুরি কাজ। দেশের কল্যাণেই তার প্রতিষ্ঠান কাজ করে চলেছে। নানা বয়সের অনেক মানুষের উপকার হচ্ছে এটা আনন্দের বিষয়। আগামী ২১ জুনের ইয়োগা ডে উদযাপনে এখন থেকেই কাজ শুরু হয়ে গেছে। ভারতীয় সহকারী হাইকমিশনকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষক ও লেখক সঞ্জয় কুমার নাথ এবং শিল্পী ও সাংবাদিক রবিকিরণ সিংহ।
প্রধান অতিথির বক্তব্যে মি.চন্দ্রশেখর বলেন, যোগাশাস্ত্র ভারতবর্ষের অতি প্রাচীন একটি বিদ্যা এবং মানবের কল্যাণে এক মহৎ উদ্ভাবন। যোগ-ব্যায়াম আজ গোটা বিশ্ব সমাদর করছে। বিশ্বের প্রায় সকল দেশে ইয়োগা শিক্ষার প্রসার ঘটছে। বাংলাদেশেও মানুষের কল্যাণে যোগাশাস্ত্র কাজে লাগাতে হবে। ট্রিপল-এ সিলেটে ইয়োগা মেডিটেশন নিয়ে কাজ করছে যা অত্যন্ত আনন্দের ও প্রশংসার বিষয়। এতে সকলের ভালো হবে। আমরা চাই ট্রিপল এ প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ হোক এবং এগিয়ে যাক।
তিনি আরও বলেন, আসুন সবাই মিলে আমরা আগামী ২১ জুন ইন্টারন্যাশনাল ইয়োগা ডে সিলেটে উদযাপন করি। এর প্রস্তুতি ও প্রচারের জন্য এখন থেকে কাজ করা দরকার। ভারতীয় সহকারী হাইকমিশন এ সকল মানবিক কাজে সব সময় পাশে থাকবে। ট্রিপল-এ এর কর্মকাণ্ড জেনে আমরা অভিভূত। এ প্রতিষ্ঠানটি মানুষের জন্য কাজ করুক এটাই কাম্য।
বিশেষ অতিথির বক্তব্যে মানস কুমার মুস্তাফী বলেন, আগামী ২১ জুন আমরা বিশ্ব যোগাদিবস উদযাপন করব। যোগা সুস্থতার জন্য টনিকসরূপ। বিশ্বের বিভিন্ন দেশে পাঠ্যসূচিতেও যোগাশিক্ষাকে ব যুক্ত করা হয়েছে। ট্রিপল এ ইয়োগাসহ নানা বিষয় নিয়ে কাজ করছে যা সিলেটের মানুষের উপকারে লাগবে। ২১ জুনের ইয়োগা ডে’র আয়োজনকে সফল করে তুলতে প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। তিনি আরও বলেন, আমরা সহযোগিতা করবো শিক্ষা সংস্কৃতিসহ যেকোনো মানবকল্যাণকর কাজে। ট্রিপল-এ এর কর্মকাণ্ড দেখে আমি মুগ্ধ। এটা এগিয়ে নিয়ে যাওয়া সকলের কর্তব্য।
দ্বিতীয় পর্বে শুরু হয় সাবেক আইসিসিআর স্কলার পদ্মশ্রী দে’র পরিচালনায় ইয়োগা সেশন। বিভিন্ন ধরণের আসন, মুদ্রা, প্রাণায়াম ও থেরাপি অনুশীলন করা হয়।
শেষ পর্বে চলে আপ্যায়ন, সঙ্গীত, কবিতা আবৃত্তি ও আনন্দ-আড্ডা।
সঙ্গীত পরিবেশন করেন রবিকিরণ সিংহ, নিরঞ্জন দে ও মানস কুমার মুস্তাফী। আবৃত্তি করেন বিশিষ্ট বাচিকশিল্পী ও প্রশিক্ষক, চারুবাকের প্রতিষ্ঠাতা জ্যোতি ভট্টাচার্য্য। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে গোটা অনুষ্ঠানটি আয়োজিত হয়।