সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৭, ২০২৫
০৮:৩৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৮, ২০২৫
১২:১৩ পূর্বাহ্ন
নগরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে ট্রাকযোগে মাইক নিয়ে সচেনতামূলক বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়ের লোদী।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়ের লোদী বলেছেন, ‘আমরা সবসময় বলে আসছি একটি মহল বিভিন্নভাবে সিলেটের শান্ত পরিবেশকে অশান্ত করতে বিভিন্ন ষড়যন্ত্রকারী মহল। সেই সকল দুস্কৃতিকারীরা ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের হামলার প্রতিবাদে সিলেট জুড়ে তৌহিদী জনতা বিক্ষোভ কর্মসূচি পালনের সুযোগে নগরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাট চালিয়েছে যা অত্যন্ত ন্যক্কারজনক।’
তিনি অবিলম্বে এসব সকল দৃস্কৃতিকারীদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে আটক করে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘হামলা-ভাংচুর ও লুটপাট কোনোভাবে মেনে নেওয়া হবে না। সিলেটের শান্ত পরিবেশকে অশান্ত করতে ষড়যন্ত্রকারী মহল সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
আজ সোমবার (৭ এপ্রিল) নগরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে সন্ধ্যায় নগরব্যাপী ট্রাকযোগে মাইক নিয়ে সচেনতার লক্ষ্যে বক্তব্য প্রদানকালে তিনি েএসব কথা বলেন।
এসময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, যারা হামলা-ভাংচুর ও লুটপাট করছে তারা ডাকাত। তাদের আটক করে পুলিশের কাছে দিন। তারা আন্দোলনকে পুজি করে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করছে যা অত্যন্ত দুঃখজনক।
এসময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, জিয়া মঞ্চ মহানগর শাখার আহবায়ক মাসুদ আহমদ কবির, তারেক আহমদ খান প্রমুখ।
এএফ/০৬