সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৮, ২০২৫
১২:২৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৮, ২০২৫
১২:২৯ পূর্বাহ্ন
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা -ভাঙচুর-লুটতরাজ থেকে বিরত থাকার আহ্বান আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে পিকআপ যোগে নগরে মাইকিং ও বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি, জেলা শাখার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন,,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর মনজুর আহমদ,জাহেদ আহমদ, মাহফুজ আহমেদ,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের মলয় চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নাইম আহমেদ, প্রমূখ ।
এসময় নেতৃবৃন্দ বলেন, আমাদের দল বাসদসহ দেশের সকল শান্তিপ্রিয় মানুষ ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। এমনকি সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষ ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে সোচ্চার রয়েছেন।ফিলিস্তিনে গণহত্যা প্রতিবাদ আমাদের নৈতিক দায়িত্ব । কিন্তু আন্দোলনের নামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা -ভাঙচুর-লুটতরাজ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। নেতৃবৃন্দ ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার আহ্বান জানান এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-লুটতরাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।