সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১২, ২০২৫
১১:৩৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১২, ২০২৫
১১:৩৮ পূর্বাহ্ন
বিশ্বব্যাপী গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের অংশ হিসেবে সিলেটের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‘ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ’-এর উদ্যোগে, ‘ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক’ ও ‘ব্রাইটার্স’-এর যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। নেতৃত্ব দেন ইয়ং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সিলেট অঞ্চলের অ্যাম্বাসেডর ও জেলা সমন্বয়ক শাহরিয়ার আলম মেহেদী তাপাদার।
মানববন্ধনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির দিকে যাওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি জলবায়ু সুবিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা চাওয়া হয়।
কর্মসূচিতে শিক্ষার্থী, পরিবেশকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। আয়োজকদের ভাষ্য, এই অংশগ্রহণ তরুণদের পরিবেশ সচেতনতার শক্ত বার্তা দেয়।
আরসি-০১