নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৩, ২০২৫
০৫:০৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৩, ২০২৫
০৫:০৫ অপরাহ্ন
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নিশংস হামলায় আহতদের সেবা দিতে সেখানে যেতে চান সিলেটের ১০০ নার্স। এজন্য সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে ৫ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।
আজ রবিবার (১৩ এপ্রিল) দুপুরে সিলেটের জেলা প্রশাসক বরাবর তারা স্মারকলিপি দেন।
নার্সিং কর্মকর্তারা জানান, সিলেট বিভাগের একশ’ নার্সিং কর্মকর্তা ও শিক্ষার্থী আহতদের সেবা দিতে ফিলিস্তিন যেতে আগ্রহী। তারা গাজাতে আহতদের বিনামূল্যে সেবা দিতে চান।’ তারা বলেন, ‘নার্সরা জানান, গাজায় মানবতা বিপন্ন। মানুষ বিনাচিকিৎসায় কাতরাচ্ছে। এ অবস্থায় মানুষ হিসেবেই তারা এ উদ্যোগে নিয়েছেন।’
নার্সিং কর্মকর্তারা বলেন, ‘গাজায় মানবতা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। দখলদার ইসরায়েলিদের হামলায় গাজার নারী ও শিশুসহ সববয়েসী মানুষ হতাহত হচ্ছেন। আহতরা চিকিৎসা সংকটে আছেন। এই অবস্থায় সিলেটের নার্সরা মানবিক উদ্যোগের অংশ হিসেবে গাজায় গিয়ে সেবা দিতে চান। এ জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। সরকারি সহযোগিতার জন্য অন্তবর্তী সরকারের ৬ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।’
এএফ/০১