জৈন্তাপুর প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৫
১১:২৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৬, ২০২৫
১১:২৭ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনা ক্যাম্পের পৃথক অভিযানে ১ কোটি ৪০ লাখ টাকা সমমূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ২ জনকে। শুক্রবার রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃতরা হলেন, গোয়াইনঘাট উপজেলার লামা ফতেপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. হানিফ আহমদও ও নারায়ণপুর গ্রামের আহমদ আলীর ছেলে জুমান আহমদ।
জানা গেছে, শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৮টা ২৫ মিনিটে গোয়াইঘাট উপজেলার ফতেপুর বাজারের উত্তর পাশে লামা ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বীর-এর ক্যাপ্টেন মাহমুদ-বিন-মাহফুজ সাইফ নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে একটি গুদাম থেকে ২ ব্যক্তিকে আটক ও মিনি ট্রাকসহ অবৈধভাবে সীমান্ত দিয়ে নিয়ে আনা বিপুল ভারতীয় পণ্য জব্দ করা হয়।
এদিন দিবাগত রাত ১০টার দিকে ২৭ বীর-এর ক্যাপ্টেন ইফাতুর রহমান আফ্রিদ নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট গ্রামে অভিযান চালিয়ে অন্য একটি গুদাম থেকে বিপুল ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা।
আরকেএস-০১/এএফ-০১