নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৭, ২০২৫
০১:০৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৭, ২০২৫
০৫:২৭ পূর্বাহ্ন
ঢাকার বাইরে দেশের প্রথম ‘আরএ-থ্রি’ প্রটোকলসম্পন্ন কার্গো টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে সিলেট আসছেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
আজ রবিবার (২৭ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌছাবেন।
কার্গো টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এসকে বশির উদ্দিন।
দেশের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ফেসবুকে এ বিষয়ে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লেখেন-
‘আমরা কারো মুখাপেক্ষী নই—আমরাই পারি, আমরাই গড়ি ভবিষ্যৎ।
সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চালু হতে যাচ্ছে সরাসরি এয়ার কার্গো পরিবহন—মেক্সিকান কার্গো এয়ারলাইন মাস এয়ার এবং গ্যালিস্টেয়ার-এর যৌথ মালিকানায় পরিচালিত এই নতুন যাত্রা আমাদের সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আমি উপস্থিত থাকবো আগামীকাল, বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে। থাকবেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য ও বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এসকে বশির উদ্দিন ।
বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ আমাকে এই গৌরবময় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য।’
প্রসঙ্গত, ভারতের স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা গত ৮ এপ্রিল বাতিল করে দেয় ভারত সরকার। তাতে বসে থাকেনি বাংলাদেশ। এসব ক্ষেত্রে বিকল্প হিসেবে এই বিমানবন্দর যাত্রা শুরু করছে। এতে করে দেশের রপ্তানীখাত বিশেষ করে উত্তরপূর্ব জনপদে রপ্তানী শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে ধারণা সংশ্লিষ্টদের।
এএফ/০১