নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৮, ২০২৫
০৫:১৭ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৮, ২০২৫
০৫:১৮ অপরাহ্ন
সিলেটের দুই কিশোরীকে কক্সবাজারে নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় কিশোরীর মা গতকাল রবিবার দিবাগত রাতে শাহপরান থানায় মামলা করেন। পরে আজ সোমবার (২৮ এপ্রিল) ভোরে অভিযান পরিচালনা করে দুই কিশোরীর প্রতিবেশি শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজুকে গ্রেফতার করে শাহপরান (রহঃ) থানা পুলিশ।
পুলিশ জানায়, ঢাকায় গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতিবেশী শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু দুই কিশোরীকে কক্সবাজার পাঠান। সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টি মিলে ভিকটিমদের কক্সবাজারে দুটি হোটেলে ১৫ দিন আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করে।
পরবর্তীতে দুই কিশোরী সিলেটে ফিরে এসে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। তাদের সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রবিবার দিবাগত রাতে শাহপরান (রহঃ) থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন। পরে সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে অভিযান পরিচালনা পীরের বাজার টিকেরপাড়া এলাকা হতে মামলার প্রধান আসামি শাহনাজ ও মুরাদ আহমেদ রাজুকে গ্রেফতার করে।
সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার স্বামী-স্ত্রীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
এএফ/০৭