কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৯, ২০২৫
০২:৫৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২৫
০৩:২৪ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই রুবেল আহমেদ এহিয়া (২৫) নিহত  হয়েছেন। নিহত রুবেল আহমেদ এহিয়া একই গ্রামের মৃত হাজী আসিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) সকালে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া ক্যাচি দিয়ে রুবেল আহমেদ এহিয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়।

নিহত রুবেল আহমেদ এহিয়া সৌদি আরব প্রবাসী ছিলেন। পাঁচ বছর প্রবাসজীবন কাটিয়ে দেশে ফিরেন । আট মাস আগে তিনি বিয়ে করেন। এরপর পুনরায় তিন মাসের ছুটিতে দেশে আসেন। আগামী ৪ মে তার সৌদি আরবে ফেরার কথা ছিল।

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আল আদনান জানান, জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ থেকেই বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জিসি / ০৬