জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে ব্যাডমিন্টন নেতৃবৃন্দের মতবিনিময় সভা

খেলা ডেস্ক


মে ০৬, ২০২৫
০৩:২১ পূর্বাহ্ন


আপডেট : মে ০৬, ২০২৫
০৩:২১ পূর্বাহ্ন



জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে ব্যাডমিন্টন নেতৃবৃন্দের মতবিনিময় সভা


সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সঙ্গে মতবিনিময় করেছেন এক্স ব্যাডমিন্টন প্লেয়ার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ। সোমবার (৫ মে) রাতে নগরের জেল রোডে একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এক্স ব্যাডমিন্টন প্লেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে এবং কৃতি ব্যাডমিন্টন কোচ শিব্বির আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অ্যাডহক কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, কমিটির সদস্য সচিব মো. নূর হোসেন, সাহাজ উদ্দিন টিপু, নিজাম উদ্দিন সাহান ও ইয়াহইয়া ফজল। এসময় উপস্থিত ছিলেন ডিএসএর এডহক কমিটির সদস্য ওয়াহিদ উমায়ের।

মতবিনিময় সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন এক্স ব্যাডমিন্টন প্লেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে কৃষ্ণপদ দে, প্রদীপ সিংহ, মো. মিনহাজ, মো. শামীম, শাহীন সিদ্দিকী, শিব্বির আহমদ, মানজুর আল মামুন, অ্যাডভোকেট মো. আজিম উদ্দিন, মো. জাহিদ মিয়া ও মো. রাদি চৌধুরী।

অনুষ্ঠানে ইমরান আহমদ চৌধুরী বলেন, ‘আমরা ব্যাডমিন্টনসহ সব ইভেন্টকে মাঠে ফেরাতে চাই। এজন্য ইতোমধ্যে কাজ শুরু করেছি। এখানে আমরা থেকে যাওয়ার জন্য আসিনি। সুনির্দিষ্ট সময় পর্যন্ত যথাযথভাবে দায়িত্ব পালন করে যেতে চাই। আমাদের একটাই ইনটেনশন সিলেটের ক্রীড়াঙ্গন যাতে আবার প্রাণ ফিরে পায়, এর বাইরে আমাদের কোনো ইনটেনশন বা এজেন্ডা নেই। খেলাধুলার জায়গায় খেলাধুলার মানুষের বিচরণ আমরা নিশ্চিত করতে চাই।’

এডহক কমিটির সদস্যসচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন বলেন, ‘নতুন এডহক কমিটির প্রতিটি সদস্যের মধ্যে খেলাকে  এগিয়ে নিয়ে যাওয়ার মনমানসিকতা আছে। সেজন্য তারা বদ্ধপরিকর এবং পরিশ্রম করছেন। দায়িত্বগ্রহণের এক মাসেরও কম সময়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন সেটারই একটা প্রমাণ।’

এডহক কমিটির সদস্য নিজাম উদ্দিন সাহান বলেন, ‘ব্যাডমিন্টনকে যাতে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেজন্য আমরা সব ধরণের চেষ্টা করব। ব্যাডমিন্টন প্লেয়ারদের সুবিধা নিশ্চিতে পদক্ষেপ নেবো।

এডহক কমিটির সদস্য ইয়াহইয়া ফজল বলেন, ‘এখানে এসে শোনলাম ১০ বছর ধরে ব্যাডমিন্টন লিগ হয়নি। এটা যেমন আগের কমিটিগুলোর জন্য ব্যর্থতার তেমনি একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে আমিও এর দায় এড়াতে পারি না। এটাকে গণমাধ্যমে তুলে ধরতে না পারাে ও ভূমিকা রাখতে না পারা আমার কিংবা আমাদের সাংবাদিকদের জন্য ব্যর্থতা।’ তিনি বলেন, ‘ব্যাটমিন্টন সিলেটকে অনেক সম্মান দিয়েছে। এত অবহেলার মধ্যেও ব্যাটমিন্টন প্লেয়াররা সিলেটের জন্য গৌরব বয়ে এনেছেন। ব্যাটমিন্টনের স্বার্থে আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা তার সবকিছু করব।’

সভাপতির বক্তব্যে এক্স ব্যাডমিন্টন প্লেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি লোকমান আহমদ বলেন, ‘আপনাদের কথা থেকে আমরা আশাবাদি হতে চাই। আমরা মনে করি আপনাদের মধ্যে সদিচ্ছা আছে। আপনারা এমনভাবে কাজ করে যান যাতে পরবর্তীসময়েও ক্রীড়াঙ্গন বলতে পারে আপনাদের সময় সিলেটের ক্রীড়াঙ্গন সবচেয়ে বেশি লাভবান হয়েছিল।’

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এডহক কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন এক্স ব্যাডমিন্টন প্লেয়ার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ। পরে সবাই নৈশভোজ অংশ নেন। 


এএফ/০২