নিজস্ব প্রতিবেদক
মে ০৬, ২০২৫
১১:১৩ অপরাহ্ন
আপডেট : মে ০৬, ২০২৫
১১:১৩ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সকালে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ফুলেস মিয়ার (২২) লাশ দুপুরে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের দল।
আজ মঙ্গলবার (৬ মে) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর রেল ব্রিজ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ফুলেস উপজেলার ১ নম্বর ইউনিয়নের পিটাইটিকর গ্রামের ওমর মিয়ার ছেলে।
জানা গেছে, পেশায় মৎস্যজীবী ফুলেস মিয়া, সুবেল মিয়া ও রাজন মিয়া প্রতিদিনের মতো আজ মঙ্গলবার ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর রেল ব্রিজের নিচে পাথরের স্তূপে ডুব দিয়ে মাছ ধরছিলেন।
এ সময় নদী থেকে সুবেল ও রাজন উঠে এলেও ফুলেস মিয়া উঠে আসেননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে উদ্ধার কাজে নামে। পরে সিলেটে থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদলও সেখানে গিয়ে উদ্ধারকাজে নামে এবং ফুলেসের লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের টিম লিডার শফিকুল ইসলাম বলেন, ‘ফুলেস মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি ডুব দিয়ে পানির নিচে যাওয়ার পর কোনো কারণে পাথরে আটকে যান। তার হাত ও শরীর কিছু অংশ পাথরের নিচে চাপা পড়ে গিয়েছিল।’
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মনিরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
এএফ/০৯