রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবার জানাজা আজ বাদ আসর

নিজস্ব প্রতিবেদক


মে ০৮, ২০২৫
১২:৫৯ অপরাহ্ন


আপডেট : মে ০৮, ২০২৫
১২:৫৯ অপরাহ্ন



রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবার জানাজা আজ বাদ আসর


মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবা আলহাজ্ব আব্দুল মোছাউয়ীর আনসারীর জানাজা আজ বৃহস্পতিবার বাদ আসর সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

সেখানে তিনি লিখেছেন- ‘আব্বার জানাজা আজ বাদ আসর সিলেটের শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আব্বার অন্তীম ইচ্ছা অনুযায়ী কেবল একটাই জানাজা সম্পন্ন করে দ্রুত আমার দাদা-দাদির কবরের পাশে শায়িত করা হবে। আব্বা সব ধরনের লৌকিকতার বিপক্ষে। আমার কিংবা আমার বাবার ফটো জুড়ে দিয়ে প্রচারে লিপ্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জানাজায় শরিক হওয়ার জন্য একান্ত অনুরোধ করছি।’