রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বাবার মৃত্যুতে ফয়সল চৌধুরীর শোক

নিজস্ব প্রতিবেদক


মে ০৮, ২০২৫
০৩:৪৬ অপরাহ্ন


আপডেট : মে ০৮, ২০২৫
০৩:৪৬ অপরাহ্ন



রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বাবার মৃত্যুতে ফয়সল চৌধুরীর শোক


মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপি নেতা ও সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।


পূর্বের সংবাদ-

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবার ইন্তেকাল


তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক শোকবার্তায় তিনি বলেন, সিলেটের সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া মরহুম আব্দুল মোছাউয়ীর আনসারী ছিলেন ইসলামের ব্যক্তিত্ব। তিনি সৌদি আরবে প্রাইমারি শিক্ষা সম্পন্ন করে পরবর্তীতে বোম্বেতে উচ্চ শিক্ষা অর্জন করেন। বাল‍্যকালে একটি বড় সময়েে পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি তার পিতা এতদঞ্চলের ইসলামীক স্কলার ও পীর এ কামেল ফজল আনসারীর সঙ্গে সৌদি আরবে অবস্থান করেন। কর্মজীবনে তিনি দেশি-বিদেশি সংস্থাসহ সৌদি হজ মন্ত্রণালয়ের অধীনে সরকারি হজ কার্যক্রমে জীবনের একটি বড় অংশ অতিবাহিত করেন।’

তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয় জানিয়ে শোকবার্তায় তিনি আরো বলেন, ‘তাঁর মৃত্যুতে আমি শোকাহত। তাঁর মতো গুণী ব্যক্তির শূন্যতা পূর্ণ হওয়ার নয়। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করছি, যেন তাঁরা শোক কাটিয়ে উঠতে পারেন।’

দীর্ঘ ৯ বছর নির্বাসিত জীবন শেষে ফেরার ৩ মাসের মাথায় আব্দুল মোছাউয়ীর আনসারী আজ ৮ মে সকাল ৭ টা ২৫ মিনিটে ঢাকা সিএমএইচে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্রের, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  


এএফ/০৬