গ্রিসে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবকের মৃত্যু

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২১, ২০২৫
০৩:৪১ অপরাহ্ন


আপডেট : আগস্ট ২১, ২০২৫
০৩:৪১ অপরাহ্ন



গ্রিসে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবকের মৃত্যু

গ্রিসে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবকের মৃত্যু


গ্রিসের রাজধানী অ্যাথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার যুবক সুদীপ ঘোষ (৪২)। তিনি আখাউড়া পৌরসভার রাধানগর গ্রামের ঘোষপাড়ার মৃত সুকুমার ঘোষের ছেলে।

বুধবার (২০ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুদীপ দীর্ঘদিন ধরে অ্যাথেন্সে একটি গাড়ির শোরুমে চাকরি করতেন। বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত হন তিনি।

সুদীপের বন্ধু ও ঘোষপাড়ার বাসিন্দা বাসুদেব বিশ্বাস জানান, দুর্ঘটনার সময় সুদীপের মোটরসাইকেলে আরও এক আরোহী ছিলেন। ঘটনাস্থলেই তিনিও মারা যান। তবে নিহত অপর ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

বর্তমানে তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন মা, স্ত্রী, মেয়ে ও কাকার পরিবার।

জিসি / ০৪