সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ০১, ২০২৫
০৮:৫৩ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ০১, ২০২৫
০৮:৫৩ অপরাহ্ন
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট কার্যালয়ে পাঠচক্র চলাকালে ‘ব্লক রেইড’ দিয়ে মাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সহ-সভাপতি বেলাল হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, রিকশা,ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার যুগ্ম সম্পাদক মাহফুজ আহমদ সহ ২২জন নেতাকর্মীকে আটক ও সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট , সিপিবির অন্যতম নেতা আনেয়ার হোসেন সুমনসহ ১৫ জনকে গতরাতে বাসা থেকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে বাসদ সিলেট জেলা শাখা।
আজ শনিবার (১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘দীর্ঘ প্রায় ১৬ বছর ফ্যাসিবাদী দুঃশাসনে সারাদেশের মানুষ উদ্বিগ্ন ছিল। দেশে আইনের শাসন তথা বাক, ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই ছিল না। ঘরে-বাইরে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতো। সেই ফ্যাসিবাদী দুঃশাসনের কবল থেকে মুক্তির জন্য দেশের আপামর ছাত্র, শ্রমিক জনতা একত্রিতভাবে গত বছর জুলাই-আগস্ট ২০২৪ জীবন বাজি রেখে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন ও দেশ ত্যাগে বাধ্য করেছিল। মানুষ আশা করেছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর একটু স্বাভাবিক জীবন যাপন করবে। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, কর্মসংস্থান হবে, শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে, দেশে পুলিশি রাষ্ট্রের পরিবর্তে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। কিন্তু অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদী হাসিনার নিপীড়নের সময়ে জীবন বাজি রেখে যে শ্রমজীবী মানুষ জীবন রক্ষার্থে রিকশা ও ব্যাটারি চালিত রিকশাকে এম্বুলেন্স বানিয়েছিল; হাসিনা শাহীর পতনের পর সেই রিকশা ও ব্যাটারি চালিত রিকশা শ্রমিকরাই সব চেয়ে বেশি হামলা-মামলার শিকার হয়েছে। বিনা বিচারে মানুষ গ্রেপ্তার হচ্ছে, জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। আর বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের বিপরীতে দাঁড়িয়ে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করে চলেছে। মানুষের ব্যক্তি ও মতপ্রকাশের, চলাফেরা করার স্বাধীনতা বলতে কিছুই থাকছে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের শুতিগাঘার সিলেট জেলা বাসদ কার্যালয়ে আজ দুপুরে বিনা উসকানীতে সিলেট জেলা বাসদ কার্যালয়ে অতর্কিতে আক্রমণ করে ২২ জনকে গ্রেপ্তার করে। অন্যদিকে রিকশা আন্দোলনে সংহতি জানানোর অপরাধে গতকাল রাতে বিনা ওয়ারেন্টে সিলেট জেলা সিপিবি নেতা এডভোকেট আনোয়ার হোসেন সুমনকে তার নিজ বাস ভবন থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। বিভিন্ন রিকশা গ্যারেজ থেকে আরও ১৫ জন রিকশা চালককে গ্রেপ্তার করে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বাসদ কার্যালয় থেকে গ্রেফতারকৃত ২২জন এবং সিপিবি নেতা এডভোকেট আনোয়ার হোসেন সুমন সহ ১৫জন চালকের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এএফ/০৫