করোনায় কমিউনিস্ট পার্টির চিকিৎসক প্যানেল গঠন

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৬, ২০২০
১২:৩৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৬, ২০২০
১২:৩৫ পূর্বাহ্ন



করোনায় কমিউনিস্ট পার্টির চিকিৎসক প্যানেল গঠন

 

নোভেল করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণের সময়ে চিকিৎসা সেবা দিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চিকিৎসকদের প্যানেল গঠন করেছে। সিপিবির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এই চিকিৎসক প্যানেল গঠনের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিপিবির গঠিত চিকিৎসক প্যানেলের চিকিৎসকেরা সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিয়ে যাবেন। ফোন করে তাৎক্ষণিক কোনো চিকিৎসককে না পেলে তাদেরকে এসএমএস দিয়ে রাখলে তারা ফিরতি কলে চিকিৎসা সেবা দেবেন।

সিপিবির গঠিত চিকিৎসক প্যানেলে রয়েছেন-

 

গাইনি এন্ড অবস

অধ্যাপক ডা. তৃপ্তি রানী দাস ০১৭১১৩৫৪১৬৯

ডা. নূপুর আক্তার (মেডিকেল অফিসার) ০১৩০৪৭২৮৪৭৬, ০১৮৫৭২১৯০৭৪

 

ডায়াবেটিক

অধ্যাপক ডা. মো. আবু সাঈদ ০১৮১৯৪০৯৪৮০

 

অর্থপেডিকস

অধ্যাপক ডা. শাকিল আক্তার ০১৭১১৫৬৪৬৮১

 

শিশু রোগ

সহযোগী অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলাম ০১৭১১১১২২৪৩

ডা. ফারজানা ইসলাম রুপা ০১৭২৬০২৮৬৩৬ (বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭টা)

 

চক্ষু

সহযোগী অধ্যাপক ডা. আব্দুল খালেক ০১৭১১২২৭১৪৩

 

ইউরোলজি

কনসালটেন্ট ডা. কে এম তৌহিদ ০১৭১১৮৮৫৩৮৭

 

মেডিসিন

ডা. রাজিয়া মারজিয়া ০১৬৩৫০২৯৩৯৭ শনি, রবি, বুধ (সকাল ৮টা থেকে রাত ৮টা)

 

নাক কান গলা

ডা. সাদিয়া হালিমা ০১৩১০৪৪০১২৮ সোমবার ছাড়া প্রতিদিন (সকাল ১০ টা থেকে রাত ৮টা)

অধ্যাপক ডা. ফজলুর রহমান ০১৭১১৫৬১৬৫৭