সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০১৯
০৭:৫৬ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০১, ১৯৭০
০৬:০০ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডস-২০১৯’ পদকের জন্য মনোনীত হয়েছেন।ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পদকটি চালু করেছে ভারত।
প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং জানিয়েছে, রাজধানীতে আজ প্রধানমন্ত্রীর কাছে পদকটি হস্তান্তর করা হবে।ড. কালাম স্মৃতি আন্তর্জাতিক অ্যাডভাইসরি কমিটি শেখ হাসিনাকে এ পদকের জন্য মনোনীত করে।বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার জন্য তার অসামান্য অবদান, জনকল্যাণ বিশেষত নারী ও শিশুদের কল্যাণে বিশেষ অবদান রাখা এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার জন্য তাকে এ স্বীকৃতি দেয়া হয়েছে।