বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ৮ লাখ ছাড়াল

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০১, ২০২০
১২:৫০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২০
১২:৫০ পূর্বাহ্ন



বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ৮ লাখ ছাড়াল
.

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে আক্রান্তের সংখ্যা এখন ৮ লাখ ৫৯ জন। শুরু থেকে দেশে দেশে করোনা আক্রান্তদের নিয়মিত তথ্য সংগ্রহ করে আসছে প্রতিষ্ঠানটি।

ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাসের উৎপত্তি। পরবর্তীতে ডব্লিউএইচও এর নাম দেয় কভিড-১৯। দেশটি থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাস পুরো পৃথিবীকে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৩৮ হাজার ৭১৪ জন মানুষ মারা গেছে। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে এক লাখ ৭০ হাজারের অধিক মানুষ।

চীনের পর করোনার নতুন কেন্দ্র হয়ে উঠেছে ইউরোপ। ইতালি, স্পেন, ফ্রান্সে তিন দেশ মিলে মারা গেছে ২০ হাজারের অধিক মানুষ। পরবর্তীতে ভাইরাসটির নতুন কেন্দ্র হিসেবে ধরা হচ্ছে আমেরিকা অঞ্চলকে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে। দেশটিতে কভিড-১৯ সংক্রমণ ঘটেছে এক লাখ ৬৪ হাজার মানুষের মধ্যে। এর মধ্যে মারা গেছে ৩ হাজার ১৭০ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুসারে, ২০০ এরও বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ভাইরাস নিয়ন্ত্রণে দেশে দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। স্থবির হয়ে পড়েছে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা। এমন পরিস্থিতিতে বিশ্বের কোটি কোটি মানুষ দারিদ্র্যের মুখে পড়তে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। 

এএন/বিএ-১৯