চিকিৎসা সরঞ্জাম নিয়ে রাশিয়ান বিমান যুক্তরাষ্ট্রে

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০২, ২০২০
০৬:৫৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২০
০৬:৫৬ অপরাহ্ন



চিকিৎসা সরঞ্জাম নিয়ে রাশিয়ান বিমান যুক্তরাষ্ট্রে
বিরোধী ডেমোক্র্যাটদের সমালোচনার মুখে পড়তে হবে ট্রাম্পকে

করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর তালিকায় উপর দিকে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেন্টিলেটর এবং জীবন রক্ষাকারী অন্যান্য সরঞ্জামাদির স্বল্পতায় ভুগছে। এ পরিস্থিতিতে রাশান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিকিৎসা-সামগ্রী দিয়ে সহায়তার প্রস্তাব দেন। তার এ প্রস্তাবে ট্রাম্প সম্মতি দেওয়ার পর করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার জন্য বিপুল পরিমাণে চিকিৎসা-সামগ্রী নিয়ে রাশিয়ার একটি বিমান যুক্তরাষ্ট্রে পৌঁছেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে আলাপ হওয়ার পর মস্কো যুক্তরাষ্ট্রে  এই চিকিৎসা সহায়তা পাঠালো।

গতকাল (বুধবার) মস্কোর একটি বিমানঘাঁটি থেকে একটি সামরিক বিমান ওষুধপত্র ও প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেয় এবং গতকাল বিকেলেই নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করে।

করোনাভাইরাসের এই মহামারীর মধ্যে রাশিয়া থেকে চিকিৎসা সামগ্রী গ্রহণ করা আমেরিকার জন্য আলাদা ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। এ ধরনের সহায়তা গ্রহণের বিপরীতে আমেরিকা সাধারণত বিভিন্ন দেশকে এমন সহায়তা দিয়ে আসছে। রাশিয়া থেকে চিকিৎসা-সামগ্রী গ্রহণ করার কারণে প্রেসিডেন্ট ট্রাম্পকে সম্ভবত বিরোধী ডেমোক্র্যাট দলের সমালোচনার মুখে পড়তে হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে পাঠানো মানবিক সহায়তা গ্রহণ করে প্রেসিডেন্ট ট্রাম্প কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

এএফ/০৩