সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৫, ২০২০
০৪:৫৮ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২০
০৪:৫৯ অপরাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কানাডার রাজধানী শহর অটোয়ায় মারা গেছেন প্রবাসী বাংলাদেশি শরিয়ত উল্লাহ (৫৫)। তিনিই প্রথম বাংলাদেশি কানাডিয়ান নাগরিক, যিনি এই মহামারিতে আক্রান্ত হয়ে মারা গেলেন। গতকাল শনিবার স্থানীয় কুইন্সওয়ে কার্লটন হাসপাতালে মারা যান তিনি।
নিহতের পারিবার সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ বিকেলে অসুস্থ শরিয়ত উল্লাহকে হাসপাতালে ভর্তি করা হয়। ধারণা করা হচ্ছে, স্থানীয় পাপাইয়া রেস্টুরেন্টে কাজ করার সময় তিনি আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে প্রায় এক সপ্তাহ থাকার পর তাঁর অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে গতকাল শনিবার তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। বাংলাদেশের ফেনীর সন্তান শরিয়ত উল্লাহর দু ভাই কানাডার মন্ট্রিয়েল ও অটোয়া শহরে থাকেন। নিহতের জানাজা কিংবা দাফনের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তার মৃত্যুতে কানাডার বাংলাদেশি কমিউনিটিতে শোকের পাশাপাশি বেড়েছে উদ্বেগ।
প্রসঙ্গত, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ১৮। আর মৃতের সংখ্যা ২৩৩ ছাড়িয়েছে।
এএফ/০৮