আবার করোনা আক্রান্ত দিবালা ও তার বান্ধবী

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৬, ২০২০
০৯:২৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৬, ২০২০
০৯:২৭ অপরাহ্ন



আবার করোনা আক্রান্ত দিবালা ও তার বান্ধবী


‘নিশ্বাস বন্ধ হয়ে আসছিল। হা করেও শ্বাস নিতে পারছিলাম না।’ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কঠিন সময় পার করা নিয়ে জানান, জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাউলো দিবালা। তার ওই অভিজ্ঞতা বর্ণনার মধ্যেও ছিল একটা স্বস্তি। তিনি করোনা থেকে সেরে উঠেছিলেন। কিন্তু পাউলো দিবালা এবং তার বান্ধবী ওরিয়ানা সাবাতিনি আবার করোনা আক্রান্ত হয়েছেন।

তিন দিন আগে দিবালা এবং তার বান্ধবী কোভিড-১৯ টেস্টে দেহে আর ভাইরাস নেই বলে সনাক্ত হয়। এরপর আবার করোনা পরীক্ষা করিয়ে দিবালার বান্ধবী দেখেন যে, তার দেহে করোনা আছে। ইংলিশ ট্যাবলয়েড ‘দ্য সান’কে ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করেছেন সাবিতিনি।
তিনি বলেন, ‘অনেকেই আমাকে নতুন করে করোনা আক্রান্ত হওয়ার  ব্যাপারে জিজ্ঞাসা করছেন। গেল একুশে মার্চ আমি ও আমার সঙ্গী পাওলো দিবালার শরীরে করোনা ধরা পড়ে। কিন্তু তিন দিন আগে করানো কোভিড-১৯ পরীক্ষায় দু’জনেরই নেগেটিভ ফল আসে। কিন্তু শনিবার সকালে তৃতীয়বারের মতো পরীক্ষা করালে আবারও আমাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।’

করোনা নিয়ে সাবাতিনি সবাইকে আরও সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন, ‘আমি জানি না কী করলে ফলাফল পজিটিভ হয় বা নেগেটিভ হয়। আমি জানি না কেনই বা ফল নেগেটিভ হলো, পরে আবার পজিটিভ আসল। আমার মতে, কেউ যদি করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ফেরেনও, তার অবশ্যই আরেকবার স্বাস্থ্যপরীক্ষা করিয়ে শতভাগ নিশ্চিত হওয়ার উচিত।’

 

এআরআর-০১/আরসি-০১