দশ টন খাদ্যসামগ্রী দিলেন দুঙ্গা

খেলা ডেস্ক


এপ্রিল ০৭, ২০২০
০৪:০৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২০
০৪:০৪ পূর্বাহ্ন



দশ টন খাদ্যসামগ্রী দিলেন দুঙ্গা

প্রাণঘাতী করোনাভাইরাস ছোবল মেরেছে ব্রাজিলেও। দক্ষিণ আমেরিকার দেশটিতে সবাই ঘরবন্দী হয়ে পড়েছেন। ফলে দুস্থ মানুষ পড়েছে খাবার সঙ্কটে। সেই সব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশটির সাবেক ফুটবল কোচ কার্লোস দুঙ্গা।

১৯৯৪ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক গরীব-দুঃখী মানুষের জন্য দান করলেন ১০ টন খাদ্য সামগ্রী। সঙ্গে ২ হাজার ডায়াপারও দিয়েছেন দুঙ্গা। করোনার বিরুদ্ধে ব্রাজিলে যখন লড়ছেন দুঙ্গা। তখন স্পেনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আরেক বিশ্বকাপ জয়ী তারকা জাভি হার্নান্দেজ। স্প্যানিশ এ মিডফিল্ডার ও তার স্ত্রী নুরিয়া কুনিলেরা হসপিটাল ক্লিনিক অব বার্সেলোনায় দান করেছেন এক মিলিয়ন ইউরো। 

এআরআর-১০/বিএ-৩০