সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৯, ২০২০
০৯:৫৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৯, ২০২০
১০:০০ পূর্বাহ্ন
মহামারি করোনা আতঙ্কে বিপর্যস্ত পুরো বিশ্ব। এরই মধ্যে করোনা মোকাবেলায় আগামী দু সপ্তাহের জন্য ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে সৌদি জোট। আজ বৃহস্পতিবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে সৌদি সংবাদ সংস্থা এসপিএ।
সৌদি জোটের মুখপাত্র কর্ণেল তুর্কি আল মালকি এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। জাতিসংঘ যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর এক দিনের মাথায় এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি জোট। ইয়েমেনে করোনা মোকাবেলায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি জোটের প্রস্তাবে সব ধরনের বিমান, স্থল ও নৌ হামলা স্থগিত রাখার কথা বলা হয়েছে।
সৌদি জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘ দূতের উদ্যোগ বাস্তবায়ন করতে, ইয়েমেনি জনগণের দুর্ভোগ কমাতে, করোনার বিস্তার ঠেকাতে সৌদি জোট দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করছে। তবে হুথি বিদ্রোহী গোষ্ঠী এ নির্দেশ মেনে চলবে কিনা এই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
পশ্চিমা সামরিক সহায়তায় ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছে সৌদি জোট।
এএফ/০৭