ব্রিটেনে শিশু বিষয়ক ছায়ামন্ত্রীর দায়িত্বে টিউলিপ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১০, ২০২০
১১:৫৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২০
১১:৫৫ পূর্বাহ্ন



ব্রিটেনে শিশু বিষয়ক ছায়ামন্ত্রীর দায়িত্বে টিউলিপ

ব্রিটেনের লেবার পার্টিতে শিশু বিষয়ক ছায়ামন্ত্রী হিসাবে নতুন দায়িত্ব পেয়েছেন ব্রিটিশ বাংলাদেশি এমপি, জাতির পিতার নাতনি ও শেখ রেহানা মেয়ে টিউলিপ সিদ্দিক। টিউলিপ সিদ্দিক এর আগে চলতি বছরের জানুয়ারিতে লেবার পার্টির প্রাক প্রাথমিক ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবার অতিরিক্ত শিশু বিষয়ক ছায়ামন্ত্রীর দায়িত্ব লাভ করেছেন তিনি।

টিউলিপ সিদ্দিক বলেছিলেন, ‘আমি অ্যাঞ্জেলা রায়নার ছায়া শিক্ষা দলের অংশ হিসাবে বছরের শুরু থেকে ছায়া মন্ত্রী নিযুক্ত হতে পেরে আনন্দিত। শৈশবকালীন পড়াশোনা শিশুর বিকাশের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, সুবিধাবঞ্চিত ব্যাকগ্রাউন্ড থেকে অনেকের এমনকি স্কুল শুরু করার আগেই পিছিয়ে পড়ে। যাতে না ঘটে তা নিশ্চিত করতে আমার সহকর্মীদের সাথে আমি কাজ করার আশা করি।

টিউলিপ সিদ্দিক ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত শিশু যত্ন ও প্রাথমিক শিক্ষার জন্য সর্বদলীয় সংসদীয় গোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত ব্রিটেনের র‌য়্যাল সোসাইটি অব আর্টসের ফে‌লো টিউলিপ সি‌দ্দিক ২০১৫ সা‌লে এই আসন থেকে প্রথমবার নির্বাচিত হন। তিনি ২৩ হাজার ৯৭৭ ভোট পান। ২০১৭ সালের নির্বাচনে তিনি ৩৪ হাজার ৪৬৪ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন।

লন্ডনে জন্ম নেওয়া টিউলিপ ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হ‌য়ে যুক্ত হন ব্রিটিশ রাজনীতিতে। এম‌পি নির্বাচিত হওয়ার আগে টিউলিপ ক্যাম‌ডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন। তিনি ক্যাম‌ডেন কাউন্সিলের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর ছিলেন।

 

এএফ/০৬