যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১২, ২০২০
০৯:২৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১২, ২০২০
০৯:২৮ অপরাহ্ন



যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো
করোনার চিকিৎসা দিতে গিয়ে ১৯ জন স্বাস্থ্যকর্মীর মৃত্যু

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৩৭ জনের মৃত্যু হওয়াতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৪৭ জনে। 

আজ রবিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 

ব্রিটিশ সরকারের স্বাস্থ্য উপদেষ্টাদের একজন জেরেমি ফারার হুঁশিয়ারি জানিয়ে বলেছেন, ইউরোপে সবচেয়ে ভয়াবহ রূপ নিতে পারে করোনাভাইরাস। এর আগে গত সপ্তাহে ব্রিটিশ সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালান্স আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, আগামী কয়েক সপ্তাহে দেশটিতে মৃতের সংখ্যা বাড়তে পারে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী শনিবার জানিয়েছিলেন, করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে দেশটির ১৯ জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন।

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জনসনের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, কোভিড-১৯-এ আক্রান্ত জনসন পুরোপুরি সুস্থ হতে নিজের বাড়িতে অবস্থান করবেন। শিগগিরই তিনি রাষ্ট্রীয় কাজে যোগ দিচ্ছেন না।

করোনাভাইরাসে আক্রান্ত ৫৫ বছরের জনসনকে ৫ এপ্রিল লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। ৬ এপ্রিল তাকে আইসিইউতে নেওয়া হয়। ৯ এপ্রিল পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন।

হাসপাতাল ছাড়ার পর প্রথম প্রকাশ্য বিবৃতিতে জনসন তাকে চিকিৎসা দেওয়া জাতীয় স্বাস্থ্য সেবার কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শনিবার টুইটারে তিনি বলেছেন, চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবার (এনএইচএস) কর্মীদের কাছে তিনি যে সেবা পাচ্ছেন; সেই ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না।