দেশের শীর্ষ বিজ্ঞানীকে বরখাস্ত করা থেকে সরে এলেন ট্রাম্প

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৪, ২০২০
১১:০২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২০
১১:০৪ পূর্বাহ্ন



দেশের শীর্ষ বিজ্ঞানীকে বরখাস্ত করা থেকে সরে এলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের শীর্ষ বিজ্ঞানী ডা. অ্যান্থনি ফাউসিকে বরখাস্ত করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসের বরাত দিয়ে এমন খবর জানিয়েছেন কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। এর আগে ‘হ্যাশট্যাগ ফায়ার ফাউসি’ সমর্থকদের একটি বার্তা টুইটারে শেয়ার দিয়েছেন ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র হোগান গিডলি বলেন, গণমাধ্যমের এই অর্থহীন বকবকানি হাস্যকর। ফাউসি আগের মতোই ট্রাম্পের একজন বিশ্বস্ত উপদেষ্টা হিসেবে থাকবেন।

যুক্তরাষ্ট্রের শীর্ষ এই সংক্রামক বিশেষজ্ঞ বলেছিলেন, ‘নোভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর লকডাউন করা হলে বহু প্রাণ বাঁচানো যেত।‘ এরপরেই রবিবার এই বিজ্ঞানীকে বরখাস্তের আহ্বান জানিয়ে একটি বার্তা শেয়ার দেন ট্রাম্প। এতে বলা হয়, ‘ফাউসিকে বরখাস্তের এখনই সময়।’

ফাউসির বক্তব্যের উদ্ধৃতি দিয়ে কংগ্রেসে রিপাবলিকান দলের সাবেক এক প্রার্থী এই বার্তা টুইটারে পোস্ট করেন।

এতে সর্বত্র এমন ধারণা ছড়িয়ে পড়ে যে এই জনপ্রিয় বিজ্ঞানীর প্রতি নিজের ধৈর্য ফুরিয়ে গেছে ট্রাম্পের এবং তিনি তাকে বরখাস্ত করতে যাচ্ছেন।

করোনাভাইরাস প্রতিরোধে সামনে থেকে নেতৃত্ব দেয়ায় যুক্তরাষ্ট্রে খ্যাতি অর্জন করেন ফাউসি। সংকটকালে বৈজ্ঞানিক বিষয়ে ট্রাম্পের বিভিন্ন বক্তব্যের বিরোধিতা করেন তিনি। এছাড়া মার্কিন প্রেসিডেন্টের দেয়া বক্তব্য সংশোধন করেও দিয়েছেন এই সংক্রামক বিশেষজ্ঞ।

 

এএফ/১০