বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থায়ন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৫, ২০২০
০৯:০১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৫, ২০২০
০৯:২৪ পূর্বাহ্ন



বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থায়ন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) আর অর্থায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ ব্যাপারে তার প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ট্রাম্পের অভিযোগ, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকি করোনা সংক্রমণের প্রথম থেকেই ডব্লিউএইচও চীনের পক্ষ নিয়ে কথা বলছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, ‘চীনে এই ভাইরাসটির উৎপত্তির পর এর মোকাবিলায় মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চীনের দেওয়া তথ্যের ওপরেই তারা বিশ্বাস করেছে। এর অর্থায়ন বন্ধের জন্য আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি এবং এই নিষেধাজ্ঞা চলমান থাকবে।’

জাতিসংঘের এই অঙ্গ-সংস্থাটির মোট বাজেটের ১৫ শতাংশই দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। গত বছর সংস্থাটিকে ৪০০ মিলিয়ন ডলার অর্থায়ন করে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দেশটি।

এএফ/০৫