সন্তান জন্ম দিয়েই মারা গেলেন করোনা আক্রান্ত মা

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৬, ২০২০
০১:৫৯ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৬, ২০২০
০২:০৩ অপরাহ্ন



সন্তান জন্ম দিয়েই মারা গেলেন করোনা আক্রান্ত মা

সন্তান জন্ম দেওয়ার পর মারা গেলেন যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাস আক্রান্ত একজন সেবিকা। রবিবার যুক্তরাজ্যের লুটন শহরের ডানস্টেবল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ম্যারি আগিএইওয়া আগিয়াপং নামের এই নারী মারা যান।

সেবিকা হিসেবে এই হাসপাতালেই পাঁচ বছর কাজ করেছেন ২৮ বছর বয়সী আগিয়াপং, জানিয়েছে বিবিসি।

হাসপাতাল ট্রাস্টের একজন মুখপাত্র আগিয়াপংয়ের ‘সন্তান খুব ভালো আছেন’ বলে জানিয়েছেন, কিন্তু বিস্তারিত আর কিছু জানাননি।

কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার দুই দিন পর ৭ এপ্রিল এই সেবিকাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আইসোলেশনে থাকা তার স্বামীরও কোভিড-১৯ ধরা পড়েছে।

‘বেডফোর্ডশায়ার হসপিটাল এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট’ এর প্রধান নির্বাহী ডেভিড কার্টার বলেন, তিনি অসাধারণ ভালো সেবিকা ছিলেন এবং এই ট্রাস্টের মানের একজন দুর্দান্ত উদাহরণ। এই সময়ে ম্যারির পরিবার ও বন্ধুদের জন্য আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।

বিএ-০৬