সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৭, ২০২০
০৮:৪৪ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৮, ২০২০
০১:১৩ অপরাহ্ন
নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সবচেয়ে বড় মহামারি হতে পারে আফ্রিকা মহাদেশে। সমন্বিত ও কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে এখানে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে ১ কোটি মানুষ সংক্রমিত হতে পারেন বলে আশংকা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আফ্রিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক মাতসিদিসো মোয়েতি এই আশংকা প্রকাশ করেছেন। তবে তিনি এই আশাও প্রকাশ করেছেন, কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হবে, যেমনটি হয়েছিল ইবোলা সংকটের সময়। তখন সবাই সচেতন ও দায়িত্বশীল আচরণ করায় যতটা ক্ষতির আশংকা করা হয়েছিল, ততটা হয়নি। খবর আনাদোলু এজেন্সির ও আলজাজিরার।
বৃহস্পতিবার ডব্লিউএইচও এবং ইউএন ইকোনমিক কমিশন ফর আফ্রিকা এক যৌথ মিডিয়া ব্রিফিংয়ে মোয়েতি বলেন, পুরো আফ্রিকায় এখন পর্যন্ত ১৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মহাদেশটির প্রতিটি কোণে আঘাত হেনেছে এই ভাইরাস।
করোনার মানবিক ও অর্থনৈতিক পরিণতির ব্যাপারে তিনি বলেন, আফ্রিকায় এই মহামারির প্রভাব হবে ভয়াবহ এবং এটি কমাতে আমাদের একতাবদ্ধ ও সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র আফ্রিকা অঞ্চলে পোলিও নির্মূল, এইডসের চিকিৎসা, ম্যালেরিয়া নিয়ন্ত্রণের মতো কর্মসূচিতে অর্থসহায়তা দিয়ে থাকে। তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধ করে দেওয়ায় তাদের কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়বে।
এছাড়া আফ্রিকার বিভিন্ন দেশে প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রপাতি পৌঁছে দিতে জ্যাক মা ফাউন্ডেশন ও ইথিওপিয়ার সরকারের সঙ্গে তারা কাজ করছেন বলেও জানিয়েছেন মোয়েতি। তিনি আরও বলেন,আফ্রিকার মানুষজন ও আমাদের কমিউনিটির প্রতি আমার অনেক বিশ্বাস আছে।
ইউএন ইকোনমিক কমিশন ফর আফ্রিকা লন্ডনের ইম্পেরিয়াল কলেজের এক মডেলিং রিসার্চের রিপোর্ট নিয়ে আলোকপাত করে। ওই রিপোর্টে আশংকা করা হয়েছে, কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আফ্রিকা মহাদেশে ১২০ কোটি মানুষ আক্রান্ত হতে পারে, আর মৃদ্যু হতে পারে ৩৩ লাখ মানুষের।
এদিকে আফ্রিকায় ডব্লিউএইচও’র আঞ্চলিক অফিস জানিয়েছে, মহাদেশটিতে এখন পর্যন্ত তিন হাজার ২৭১ জন করোনা রোগী সুস্থ হয়েছে এবং মৃত্যু হয়েছে ৮৯৬ জনের।
বিএ-২১