বিশ্বজুড়ে মৃত্যু ১ লাখ ৬০ হাজার ছাড়ালো

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৯, ২০২০
০২:১০ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৯, ২০২০
০২:১০ অপরাহ্ন



বিশ্বজুড়ে মৃত্যু ১ লাখ ৬০ হাজার ছাড়ালো

বিশ্বে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা এখন ২৩ লাখ ২৮ হাজার ৬০০ জন।  আজ রবিবার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ১ লাখ ৬০ হাজার ৭০৬ জনের মৃত্যুর তথ্য এসেছে জনস হপকিন্স ইউনিভার্সিটির প্রকাশিত তথ্যে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৯৫ হাজার ২১৭ জন।

গত বছরের শেষে চীনের উহান থেকে নভেল বা নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর সাড়ে তিন মাসের মাথায় গত ১০ এপ্রিল বিশ্বেজুড়ে মৃতের সংখ্যা লাখের ঘর স্পর্শ করে। এরপর মাত্র এক সপ্তাহে আরও ৫০ হাজার মানুষের মৃত্যুতে শুক্রবার রাতে ওই সংখ্যা দেড় লাখে পৌঁছায়। এরপর এক দিনের মাথায় আরও দশ হাজার মানুষের মৃত্যুর হিসাব যোগ হল এই তালিকায়। গত কয়েক দিনে ইউরোপের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও যুক্তরাষ্ট্র এখনও রয়েছে বিপর্যস্ত অবস্থায়। শনিবার এক দিনেই সেখানে ৩৩ হাজার ৪৯৪ জন আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১৮৪৯ জনের। 

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে মানবদেহে করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঘটনা শনাক্ত হয়। তার প্রায় এক মাস পর প্রথম মৃত্যুটি চীনে ঘটেছিল ১১ জানুয়ারি। চীনের বাইরে প্রথম মৃত্যুটি ঘটেছিল প্রায় এক মাস পর ২ ফেব্রুয়ারি ফিলিপিন্সে। সেদিন মোট মৃত্যুর সংখ্যা ছিল ৩৬২। মৃতের সংখ্যা ১ হাজারে পৌঁছেছিল ১০ ফেব্রুয়ারিতে। অর্থাৎ প্রথম মৃত্যুর পর মৃতের সংখ্যা ১ হাজারে পৌঁছতে লেগেছিল ঠিক এক মাস। এরপর মৃতের সংখ্যা দুই হাজারে যেতে সময় লাগে ৮ দিন। তার এক মাস পর ১৯ মার্চ মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ায়। এরপর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃত্যু। বিপর্যন্ত ইউরোপ ও আমেরিকায় মৃত্যুর মিছিল দীর্ঘ হওয়ায় প্রতি দুই দিনে মৃতের সংখ্যা ১০ হাজার করে বাড়তে থাকে। গত ২ এপ্রিল বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ায়; তা থেকে এক লাখে যেতে সময় লেগেছিল আট দিন।

এনপি-০৬/বিএ-০৯