ভারতে আজ থেকে শিথিল হচ্ছে লকডাউন

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২০, ২০২০
০৬:৪৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২০, ২০২০
০৬:৪৪ অপরাহ্ন



ভারতে আজ থেকে শিথিল হচ্ছে লকডাউন

ভারতে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হলেও আজ সোমবার (২০ এপ্রিল) থেকে কিছু কিছু জায়গায় তা শিথিল করা হয়েছে। দেশের খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার।

যে এলাকাগুলো করোনার হটস্পট নয় সেখানে আংশিকভাবে কাজ শুরু হয়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে নন হটস্পট এলাকাগুলোতে কৃষিকাজ, মাছচাষ, পশুপালন, শিল্প প্রতিষ্ঠান, চা, কফি, রাবার চাষ এবং সরকারি ও বেসরকারি অফিসের কিছু কর্মকাণ্ডও রয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, হটস্পট চিহ্নিত জেলাগুলির মধ্যে কন্টেনমেন্ট এর জন্য শনাক্ত এলাকা আপাতত সিল করা হচ্ছে। হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগণার কিছু অংশকে কন্টেনমেন্ট করা হয়েছে। সেখানে বাড়ি থেকে যেনো মানুষ বের হতে না পারে সে বিষয়ে নিশ্চিত করা হচ্ছে। 

করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন জারি করা হয়েছে। এ অবস্থায়ই ভারতে আংশিকভাবে লকডাউন শিথিল করা হলো।

এনপি-০২/এএফ-০৬