সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২২, ২০২০
০৫:১১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২২, ২০২০
০৩:১৮ অপরাহ্ন
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে ২৭ জন প্রবাসী বাংলাদেশির প্রাণহানী ঘটেছে। তবে এখন পর্যন্ত সেখানে কতজন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন সে বিষয়ে সঠিক তথ্য নেই।
এসব তথ্য নিশ্চিত করে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, ‘কতজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সেটা সৌদি কর্তৃপক্ষ জানায়নি। তবে আমরা জানার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘করোনায় নিহত সব বাংলাদেশির এখনও দাফন সম্পন্ন হয়নি। তবে সৌদির মাটিতেই তাদের দাফন করা হবে। কারণ, বর্তমান প্রেক্ষাপটে মরদেহ দেশে নেয়া সম্ভব নয়। তাছাড়া সৌদি কর্তৃপক্ষ যথাযথভাবেই মরদেহ দাফন করে থাকে।’
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে গত ২৪ মার্চ প্রথম বাংলাদেশি মারা যান। ৩০ মার্চ দেশটির মদিনা আল জাহারা হাসপাতাল কর্তৃপক্ষ জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটকে এ তথ্য নিশ্চিত করেন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট ১১ হাজার ৬৩১ জন আক্রান্ত হয়েছেন। এতে মারা গেছেন ১০৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪০ জন।
এএফ/০২